ঢাকা , বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিসিবির প্রতি পিসিপির সহানুভূতি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার প্রতি সমর্থন জানিয়ে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের কথা জানিয়েছিল পাকিস্তান। তবে সেটা এখনো  চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা পাশাপাশি বিকল্প চিন্তাও করছে বলে জানা যায়।সেই সিদ্ধান্ত আসবে আগামী শুক্র অথবা সোমবার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি বিষয়টি নিশ্চিত করেছেন ।

এর আগে সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বোর্ড কর্মকর্তাদের পাশাপাশি সাবেক ক্রিকেটারদের সঙ্গেও এ বিষয়ে পরামর্শ করেছেন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)–সংক্রান্ত এক কর্মশালাতেও এই আলোচনা হয়, যেখানে নাকভি বাংলাদেশের পক্ষে জোরালো অবস্থান নেন। সূত্রের দাবি, নাকভি বৈঠকে বলেন, বাংলাদেশকে ‘অপমান করা হয়েছে’ এবং এই পরিস্থিতিতে তাদের একা ফেলে দেওয়া উচিত নয়; এটাই পিসিবির অবস্থান।

সর্বাধিক পঠিত

এই শহরকে নিরাপদ শহর হিসেবে গড়ে তুলবো – ডা.শফিকুর রহমান

বিসিবির প্রতি পিসিপির সহানুভূতি

আপডেট হয়েছে : ১৭ ঘন্টা আগে

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার প্রতি সমর্থন জানিয়ে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের কথা জানিয়েছিল পাকিস্তান। তবে সেটা এখনো  চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা পাশাপাশি বিকল্প চিন্তাও করছে বলে জানা যায়।সেই সিদ্ধান্ত আসবে আগামী শুক্র অথবা সোমবার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি বিষয়টি নিশ্চিত করেছেন ।

এর আগে সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বোর্ড কর্মকর্তাদের পাশাপাশি সাবেক ক্রিকেটারদের সঙ্গেও এ বিষয়ে পরামর্শ করেছেন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)–সংক্রান্ত এক কর্মশালাতেও এই আলোচনা হয়, যেখানে নাকভি বাংলাদেশের পক্ষে জোরালো অবস্থান নেন। সূত্রের দাবি, নাকভি বৈঠকে বলেন, বাংলাদেশকে ‘অপমান করা হয়েছে’ এবং এই পরিস্থিতিতে তাদের একা ফেলে দেওয়া উচিত নয়; এটাই পিসিবির অবস্থান।