বিশ্বকাপ নিয়ে সবশেষ সিদ্ধান্ত নিতে আজ রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। সেখানে তিনি জানান, ভারতের নিরাপত্তা পরিস্থিতির এমন উত্তরণ হয়নি, যাতে বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ দল। ভারতের চাপে বিসিবির ওপর আইসিসির চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মেনে নেয়নি বাংলাদেশ সরকার।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আহ্বানে আজ ক্রিকেটার ও সরকারের সঙ্গে যৌথ আলোচনায় বসে বিসিবি। ওই আলোচনা শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানান তিনি।
তিনি জানান, ভারতের নিরাপত্তা পরিস্থিতির কোন উত্তরণ হয়নি। ফলে ভারতে যাওয়ার প্রশ্নই উঠেনা বলে মন্তব্য করেন তিনি।

























