১০ দলীয় জোটের শীর্ষ নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা চাঁদা নেব না আর কাউকে চাঁদা নিতে দেব না। নিজেরা দুর্নীতি করব না আর কাউকে দুর্নীতি করতেও দেব না।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দিনাজপুর ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে জেলা ১০ দলীয় ঐক্যের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, সারা দেশের খাদ্যের তিন ভাগের এক ভাগ যোগান দেয় দিনাজপুর। এই দিনাজপুরে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে। আলু ও লিচুর জন্য লিচুর জন্য সংরক্ষণাগার গড়ে তোলা হবে। দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তরিত করা হবে।
তিনি আরো বলেন, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য প্রতিটি জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।
নারীদের ব্যাপারে তিনি বলেন, তারা মায়ের জাতি। আমরা তাদের জন্য একসাথে বাড়ীতে ও চাকরিতে নিরাপদ পরিবেশ তৈরি গড়ে তুলবো। আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই। একটি আলোকিত বাংলাদেশ গড়তে চাই। টাকা দিয়ে যাতে বিচার কেনা না যায় সেই ব্যবস্থা করবো। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে অস্ত্রের ঝনঝনানি থাকবে না। মানুষ নিরাপদে চলাচল করবে। আমিরে জামায়াত বলেন, আমরা গণভোটে ‘হ্যাঁ’ বলবো।
দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হকের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
অন্যান্যের মধ্যে বক্তক্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, এনসিপির মুখ্য সমন্বয়ক ও দিনাজপুর-৫ আসনের ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী ডা. আব্দুল আহাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, দিনাজপুর ১ আসনে জামায়াতের প্রার্থী মতিউর রহমান, দিনাজপুর ২ আসনের প্রার্থী অধ্যক্ষ আফজালুল আনাম, দিনাজপুর ৩ সদর আসনের প্রার্থী মাইনুল আলম, দিনাজপুর ৪ আসনের প্রার্থী আফতাব উদ্দীন মোল্লা, দিনাজপুর ৫ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপির ডা. আব্দুল আহাদ ও দিনাজপুর ৬ আসনে জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম প্রমূখ।




















