‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ নির্বাচনি স্লোগানে আয়োজিত জনসভায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ঢল নেমেছে।
বৃহস্পতিবার দুপুর ২টা ৫০ মিনিটে রাজধানীর মিরপুর-১০ নম্বরে আদর্শ স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জনসভার কার্যক্রম শুরু হয়। উক্ত জনসভায় আগে থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে দাঁড়িপাল্লার স্লোগানে জমায়েত হন নেতাকর্মীরা।
পূর্ব নির্ধারিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতের আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমান। এতে ১০ দলীয় ঐক্যর বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত হয়েছেন।
শুক্রবার থেকে তিনি উত্তরাঞ্চলে সফর করবেন। ২৫ জানুয়ারি ফের ঢাকার বিভিন্ন আসনে নির্বাচনি গণসংযোগ করবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।




















