বুধবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাচনি প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সরাসরি আচরণবিধি লঙ্ঘন করার পরও নির্বাচন কমিশন (ইসি) কোনো শোকজ দেয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাকেও শোকজ করা হয়েছে গণভোটের পক্ষে হ্যাঁ ক্যাম্পেইন করার জন্য; আমি যখন একটা ব্যানার লাগিয়েছি, তারা আমাকে শোকজ করেছিল এবং সেই ব্যানারে কোনো প্রতীক ছিল না এবং সেই ব্যানারটা সিটি করপোরেশনের লোক, বিএনপির লোক ও ম্যাজিস্ট্রেট একসঙ্গে গিয়ে সেটা তুলেছে। আমাদের প্রশ্ন—প্রশাসন এবং বিএনপি একসঙ্গে কি এখানে কাজ করবে? যদি করে থাকে, তাহলে ঢাকা-৮-এ সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তার বিধানটা করবে কে?’
তিনি বলেন,উনারা সব জায়গায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলো বলেন এবং মানুষের এনআইডি কার্ডগুলো নিয়ে যাচ্ছেন, তাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলো ধরিয়ে দিচ্ছেন।
তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, নাহিদ ইসলামকে শোকজ দেওয়া হয়, কিন্তু তারেক রহমান গতকাল যখন সরাসরি এ ধরনের প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন, আমরা মনে করি নির্বাচন কমিশন এখানে নিশ্চুপ থেকেছেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোট থেকে ঢাকা-৮ আসনে এনসিপির দলীয় প্রতীক শাপলা কলি নিয়ে নির্বাচন করবেন।




















