শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করছে ইসলামী ছাত্রশিবির। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগের দিকে যায়।
ছাত্রশিবির ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ মিছিলে ডাকসুর ভিপি সাদিক কায়েম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা নেতৃত্ব দেন। এ সময় নির্ধারিত সময়ে শাকসু নির্বাচনের দাবি জানান নেতাকর্মীরা।
সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ স্থগিতাদেশ প্রদান করলে সারাদেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষোভের সৃষ্টি হয়।




















