ঢাকা , বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পর্তুগালের জাতীয় নির্বাচন, ঘটতে পারে অকল্পনীয় কিছু!

  • আপডেট হয়েছে : ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • 16

পর্তুগালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। এই নির্বাচনে প্রথমবারের মতো কোনো কট্টর ডানপন্থী প্রার্থীর উত্থান পারেন বলে ধারণা করা হচ্ছে।

বিভিন্ন জরিপ বলছে, রোববারের এ নির্বাচনে কট্টর ডানপন্থী ‘চেগা’ দলের নেতা আন্দ্রে ভেনচুরা প্রথম দফায় শীর্ষে থাকতে পারেন। তবে দ্বিতীয় দফায় যেকোনো প্রতিদ্বন্দ্বীর কাছে তার পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফায় সরাসরি জিততে হলে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হয় এবং এই লড়াইয়ে যারা এগিয়ে থাকবেন বলে ধারনা করা হচ্ছে- ৪৩ বছর বয়সী ভেনচুরা পাশাপাশি সম্ভাব্য প্রার্থীরা হলেন সমাজতান্ত্রিক নেতা আন্তোনিও হোসে সেগুরো (৬৩), ইউরোপীয় পার্লামেন্টের উদারপন্থী সদস্য জোয়াও কোট্রিম ফিগেইরেদো (৬৪), ডানপন্থী সরকারের প্রার্থী লুইস মার্কেস মেন্দেস (৬৮) ও অবসরপ্রাপ্ত নৌ-অ্যাডমিরাল এনরিক গুভেইয়া ই মেলো।

রোববার স্থানীয় সময় সকাল ৮টায় ভোটকেন্দ্র খুলবে। রাত ৮টায় ফলাফল ঘোষণা করা হবে।

সর্বাধিক পঠিত

এই শহরকে নিরাপদ শহর হিসেবে গড়ে তুলবো – ডা.শফিকুর রহমান

পর্তুগালের জাতীয় নির্বাচন, ঘটতে পারে অকল্পনীয় কিছু!

আপডেট হয়েছে : ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

পর্তুগালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। এই নির্বাচনে প্রথমবারের মতো কোনো কট্টর ডানপন্থী প্রার্থীর উত্থান পারেন বলে ধারণা করা হচ্ছে।

বিভিন্ন জরিপ বলছে, রোববারের এ নির্বাচনে কট্টর ডানপন্থী ‘চেগা’ দলের নেতা আন্দ্রে ভেনচুরা প্রথম দফায় শীর্ষে থাকতে পারেন। তবে দ্বিতীয় দফায় যেকোনো প্রতিদ্বন্দ্বীর কাছে তার পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফায় সরাসরি জিততে হলে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হয় এবং এই লড়াইয়ে যারা এগিয়ে থাকবেন বলে ধারনা করা হচ্ছে- ৪৩ বছর বয়সী ভেনচুরা পাশাপাশি সম্ভাব্য প্রার্থীরা হলেন সমাজতান্ত্রিক নেতা আন্তোনিও হোসে সেগুরো (৬৩), ইউরোপীয় পার্লামেন্টের উদারপন্থী সদস্য জোয়াও কোট্রিম ফিগেইরেদো (৬৪), ডানপন্থী সরকারের প্রার্থী লুইস মার্কেস মেন্দেস (৬৮) ও অবসরপ্রাপ্ত নৌ-অ্যাডমিরাল এনরিক গুভেইয়া ই মেলো।

রোববার স্থানীয় সময় সকাল ৮টায় ভোটকেন্দ্র খুলবে। রাত ৮টায় ফলাফল ঘোষণা করা হবে।