শনিবার (১৭ জানুয়ারি) রাতে বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন একপাক্ষিক আচরণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, আমরা বিষয়টি নিয়ে শঙ্কিত। আসন্ন নির্বাচনও বিগত তিনটা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে বলে তিনি মনে করছেন।
আগামীকাল নির্বাচন কমিশনের (ইসি) রেডলাইন। কাল ইসি কোনও ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকধারী কাউকে নির্বাচনের সুযোগ দিলে রাজপথে নামার কঠোর হুঁশিয়ারি দেন, প্রয়োজনে আইনি লড়াই চালিয়ে যাবে বলে মন্তব্য করেন। ইসিকে আগের ৩টি নির্বাচনের মতো দায়সারা ও সমঝোতার নির্বাচন করতে দেব না।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, অনেকে দ্বৈত নাগরিক হয়েও নির্বাচন কমিশনে (ইসি) পক্ষপাত মূলক আচরণ করছেন। এটি দেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। আমরা কোনও বিদেশি নাগরিককে দেশের নির্বাচনে অংশ নিতে দেব না।




















