গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার পরিকল্পনার বিরোধিতা করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর নতুন শুল্ক আরোপ করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউজে স্বাস্থ্যসেবা বিষয়ক একটি অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “গ্রিনল্যান্ডের প্রশ্নে দেশগুলো যদি আমাদের সঙ্গে না চলে, তাহলে আমি তাদের ওপর শুল্ক আরোপ করতে পারি। কারণ আমাদের গ্রিনল্যান্ড দরকার, জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।” খবর সিএনএনের।
গ্রিনল্যান্ড ও ডেনমার্কের প্রতিনিধিরা ট্রাম্পের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে হোয়াইট হাউজ সফর করেন। তবে বৈঠকগুলো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।
চলতি সপ্তাহের শুরুতে তিনি ইরানের সঙ্গে ব্যবসা করে এমন দেশগুলোর ওপর ‘তাৎক্ষণিকভাবে কার্যকর’ ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন। তবে এসব শুল্ক আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে কি না, তা স্পষ্ট নয়। এ বিষয়ে একাধিকবার জানতে চাওয়া হলেও হোয়াইট হাউজ কোনো প্রতিক্রিয়া জানায়নি।
























