বাঙ্গালী সিনেপ্রেমীদের ভালোবাসার আরেক নাম সালমান শাহ। রূপালি পর্দার সেই রাজপুত্রের প্রতি ভালবাসা কমেনি এক বিন্দুও।
‘ফিরে দেখি সালমান শাহ’ শিরোনামে পুরান ঢাকার কেরানীগঞ্জের মাল্টিপ্লেক্স ‘লায়ন সিনেমাস’ আয়োজন করেছে সপ্তাহব্যাপী এক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী।
এই প্রদর্শনীতে বড় পর্দায় দেখানো হচ্ছে অভিনেতার দর্শকপ্রিয় তিনটি সিনেমা– ‘অন্তরে অন্তরে’, ‘স্বপ্নের পৃথিবী’ ও ‘সত্যের মৃত্যু নেই’।
১৯৯৪ সালের ১০ জুন মুক্তি পায় ‘অন্তরে অন্তরে’ সিনেমাটি। এটি পরিচালনা করছেন শিবলি সাদিক। কাহিনি লিখেছেন ফেরদৌস ও চিত্রনাট্য লিখেছেন শিবলি সাদিক। এতে সালমান শাহের বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী।
রোমান্টিক গল্পের ‘স্বপ্নের পৃথিবী’ সিনেমাটি ১৯৯৬ সালের ১২ জুলাই মুক্তি পায়। এর চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন বাদল খন্দকার। কাহিনি ও সংলাপ লিখেছেন জোসেফ শতাব্দী এবং হেনরি আমিন। এতে সালমান শাহ’র নায়িকা শাবনূর।
‘সত্যের মৃত্যু নেই’ সিনেমাটি ১৯৯৬ সালের ১৩ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পায়। এটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ। এতে সালমান শাহের সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন শাহনাজ।
জানা গেছে, প্রতিদিন প্রতিটি চলচ্চিত্রের দুটি করে শো প্রদর্শিত হচ্ছে। বিশেষ এই আয়োজন চলবে আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত।























