২২ জানুয়ারী, (বৃহস্পতিবার) থেকে নির্বাচনী প্রচারনায় সাতকানিয়া-লোহাগাড়ার গণ মানুষের নেতা, সংসদীয় আসন চট্টগ্রাম-১৫ এর সর্বসাধরনের মনোনিত প্রার্থী শাহজাহান চৌধুরী।
গেল বুধবার দলীয় প্রতিক (দাঁড়িপাল্লা) পাওয়ার পর তিনি তাঁর ফেইসবুক ভেরিফাইড পেইজে এক পোস্টে নির্বাচনী প্রচার প্রচারনার স্থান ও সময়সূচি প্রকাশ করেন।
দাঁড়িপাল্লার গণসংযোগ ও পথসভা: ৫,৭, ৮নং ওয়ার্ড সাতকানিয়া পৌরসভা
৮নং ওয়ার্ড (সকাল ৮টা-দুপুর ১টা) গণসংযোগ ও পথসভা:
ইছামতিকুল পূর্ব দোকান, দূর্লভের পাড়া দোকান মীরপাড়া, দানুরমার ঘাটা, দারোগা মসজিদ
৭নং ওয়ার্ড (দুপুর ২টা-সন্ধ্যা ৬টা) গণসংযোগ ও পথসভা:
দক্ষিণ ভোয়ালিয়া পাড়া, মাঝের মসজিদ, কানুপুকুর পাড়, কলেজ রোড়ের মাথা
৫নং ওয়ার্ড (সন্ধ্যা ৬টা-রাত ১০টা) গণসংযোগ ও পথসভা:
আনু ফকির দোকান পূর্ব ছিটুয়া পাড়া, মধ্যম ছিটুয়া পাড়া, পশ্চিম ছিটুয়া পাড়া রোজমার পাড়া।






















