যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতিবাদে মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত মতামত কলামে আরাগচি এ সতর্কবার্তা দেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইরান আক্রমণের শিকার হলে সর্বোচ্চ শক্তি দিয়ে পাল্টা জবাব দেওয়া হবে।
এর আগে, স্থানীয় সময় মঙ্গলবার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যদি ইরান তাকে হত্যা করে, তাহলে ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার নির্দেশ তিনি আগেই দিয়ে রেখেছেন।
আরাগচি বলেন, ‘আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী যদি নতুন করে আক্রমণের মুখোমুখি হয়, তাহলে আমাদের যা কিছু আছে তা দিয়ে পাল্টা জবাব চালাতে দ্বিধা করবে না। এটি কোনো হুমকি নয়, বরং বাস্তবতা; যা আমি স্পষ্টভাবে প্রকাশ করতে চাই, কারণ একজন কূটনীতিক ও একজন অভিজ্ঞ সেনা হিসেবে আমি যুদ্ধকে ঘৃণা করি।’(খবর আল জাজিরার)
























