বুধবার রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমীন জানিয়েছেন, বিএনপির বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে দলীয় শীর্ষ নেতৃত্ব থেকে আলাপ-আলোচনা করা হবে। এর পরও যদি কেউ নির্বাচনি মাঠে অবস্থান করেন, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হয়ে গেলেও এখনো অনেক আসনে বিদ্রোহী প্রার্থী মাঠে রয়ে গেছেন। এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সুপারিশ করবে কি না এবং বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
মাহাদী আমীন বলেন, অনেক ত্যাগী ও পরীক্ষিত নেতা রয়েছেন, যারা দলের জন্য দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের অনেকের মধ্যেই মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ছিল। মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হয়ে গেলেও এখনো বিদ্রোহী হিসেবে যারা মাঠে আছেন, তাদের সঙ্গে নির্বাচন পরিচালনা কমিটি এবং দলের শীর্ষ নেতৃত্ব পর্যায়ক্রমে আলোচনা করবে।
তিনি স্পষ্ট করে বলেন, এসব আলোচনার পরও যদি কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনি মাঠে থাকেন, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।






















