বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা ১৫ ও ১৩ আসনের প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন নারীদের দিয়ে আগাম প্রচারণার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
তিনি বলেন, তফসিল ঘোষণার পর সব প্রচারণাসামগ্রী আমরা অপসারণ করেছি। ইসির অপেক্ষা করিনি। অপপ্রচার চালিয়ে জামায়াত ইসলামীসহ ১০ দলীয় ঐক্য বিনষ্টের চেষ্টা চালানো হচ্ছে। একটি বিশেষ দল থেকে আমাদের নারী ভোটারদের ওপর সন্ত্রাসী লেলিয়ে দেওয়া হয়েছে। আশা করছি, দ্বিতীয়বার যেন এমনটা না ঘটে।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা আমাদের ও দলের কর্মীর ওপর হামলা করছে। আমরা রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। আশা করছি, সামনে এ ধরনের ঘটনা যাতে না ঘটে।




















