ঢাকা , বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা হতাহতের ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট হয়েছে : ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • 20

ছবি: সংগৃহীত

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এই নিন্দা জানান।

গত সোমবার ১৯ জানুয়ারি বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা হতাহতের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ ২০ জানুয়ারি মঙ্গলবার একটি বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে একজন র‌্যাব কর্মকর্তা নিহত ও আরও ৩ জন র‌্যাব সদস্য আহত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতি ও সন্ত্রাসীদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে দেশবাসী উদ্বিগ্ন। এমতাবস্থায়, আমি সন্ত্রাসীদের নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, “সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর এলাকায় ‘অস্ত্রধারী সন্ত্রাসী’ গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালানো হয়। এসময় দুষ্কৃতকারীরা র‌্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়।”

সন্ত্রাসীদরে গুলিতে নিহত কর্মকর্তা ডিএডি মো. মোতালেব -এর রুহের মাগফেরাত কামনা, নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান গোলাম পরওয়ার। আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দোয়া কামনা করেন।

তিনি আরও বলেন, এই ঘটনা থেকে স্পষ্ট হয়েছে যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট ও জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য র‌্যাব সদস্যদের উপর হামলা চালিয়েছে। তাই প্রশাসনকে জিরো টলারেন্স নীতিতে নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ জাতীয় সন্ত্রাসী কর্মকান্ডের পুনরাবৃত্তি যাতে না ঘটে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

সর্বাধিক পঠিত

এই শহরকে নিরাপদ শহর হিসেবে গড়ে তুলবো – ডা.শফিকুর রহমান

চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা হতাহতের ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আপডেট হয়েছে : ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এই নিন্দা জানান।

গত সোমবার ১৯ জানুয়ারি বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা হতাহতের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ ২০ জানুয়ারি মঙ্গলবার একটি বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে একজন র‌্যাব কর্মকর্তা নিহত ও আরও ৩ জন র‌্যাব সদস্য আহত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতি ও সন্ত্রাসীদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে দেশবাসী উদ্বিগ্ন। এমতাবস্থায়, আমি সন্ত্রাসীদের নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, “সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর এলাকায় ‘অস্ত্রধারী সন্ত্রাসী’ গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালানো হয়। এসময় দুষ্কৃতকারীরা র‌্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়।”

সন্ত্রাসীদরে গুলিতে নিহত কর্মকর্তা ডিএডি মো. মোতালেব -এর রুহের মাগফেরাত কামনা, নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান গোলাম পরওয়ার। আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দোয়া কামনা করেন।

তিনি আরও বলেন, এই ঘটনা থেকে স্পষ্ট হয়েছে যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট ও জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য র‌্যাব সদস্যদের উপর হামলা চালিয়েছে। তাই প্রশাসনকে জিরো টলারেন্স নীতিতে নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ জাতীয় সন্ত্রাসী কর্মকান্ডের পুনরাবৃত্তি যাতে না ঘটে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।