সোমবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে সিলেটের মৌলভীবাজার শিল্পকলা অডিটোরিয়ামে গণভোটের কার্যক্রম বিষয়ে জনসচেতনতা শীর্ষক মতবিনিময় সভা ও ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, গণভোটের ‘হ্যাঁ’ ভোটের সাথে বিসমিল্লাহ থাকা না থাকার কোনো সম্পর্ক নেই। সংবিধানের উপরে বিসমিল্লাহ লেখা আছে, থাকবে। ‘হ্যাঁ’ ভোট দিলে ইসলাম থাকবে না, আল্লাহ থাকবে না এই সমস্ত প্রচারণা মিথ্যা এবং বানোয়াট।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ধর্ম উপদেষ্টা আরো বলেন, বিসমিল্লাহ থাকবে কি-না, রাষ্ট্রধর্ম থাকবে কি-না এগুলো বলে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। জুলাই সনদে যা আছে এগুলো যুক্ত হবে। এছাড়া সংবিধানের বাকি বিষয়গুলো সংবিধানে যথাযথভাবে বহাল থাকবে। হ্যাঁ ভোটের মাধ্যমে আমরা গুনগত পরিবর্তন আনতে পারব।
মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, স্কুলের শিক্ষক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ, নির্বাচন কর্মকর্তা দীপক কুমার রায়, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফারুক আলম। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।






















