বরিশাল-৫ আসন থেকে নির্বাচন করবেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ঐ আসনে দলীয় প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াত।
রবিবার (১৮ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
এ সময় তিনি বলেন, ‘জোটে না থাকলেও ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম যে আসনে নির্বাচন করবেন তার সম্মানে ওই আসনে আমরা দলীয় প্রার্থী দেব না। আমাদের যে প্রার্থী ঐ আসনে মনোনয়ন জমা দিয়েছেন তিনি তা প্রত্যাহার করে নেবেন।’
প্রসঙ্গত, ঐ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।




















