আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের নানান নাটকিয়তা।
দলটির মুখপাত্র জানিয়েছেন, যেসব আসনে তাদের নির্বাচনী প্রতীক ‘হাতপাখা’ থাকবে না, সেসব এলাকায় ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির মধ্যে থেকে সৎ, যোগ্য ও জনসমর্থনসম্পন্ন প্রার্থীকে আলোচনার মাধ্যমে সমর্থন দেওয়া হবে।
রোববার (১৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও আদর্শিক সমীকরণ বিবেচনায় নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮টি আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত ইতোমধ্যে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জনসমক্ষে জানানো হয়েছে।
তিনি জানান, বাকি ৩২টি আসনের ক্ষেত্রে ভিন্ন কৌশল নেওয়া হচ্ছে। এসব আসনে সরাসরি দলীয় প্রার্থী না দিয়ে, ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে যিনি সৎ, যোগ্য এবং জনগণের প্রতি দায়বদ্ধ—তাকে সমর্থন দেওয়া হবে। তবে এই সমর্থন চূড়ান্ত হবে পারস্পরিক আলোচনা ও সমঝোতার ভিত্তিতে।






















