ঢাকা , বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলের সম্ভাবনা নাকচ করলো আয়ারল্যান্ড

  • আপডেট হয়েছে : ০২:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • 17

বি গ্রুপের ম্যাচগুলো ভারতের কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা রয়েছে।

নিরাপত্তাজনিত কারণে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন পরিস্থিতিতে বিকল্প হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল বিসিবি। কিন্তু সে প্রস্তাব নাকচ করে দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)।

শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিসিবি প্রস্তাব দেয়, বাংলাদেশের গ্রুপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা এবং আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল করার। এরপরই নিজেদের অবস্থান স্পষ্ট করলো আয়ারল্যান্ড।

ক্রিকবাজকে আয়ারল্যান্ড ক্রিকেটের এক কর্মকর্তা জানান, নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে।

আমরা চূড়ান্ত নিশ্চয়তা পেয়েছি (আইসিসি থেকে) যে সূচিতে কোনো পরিবর্তন আসছে না বলেও জানান তিনি।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ ‘সি’-তে। এই গ্রুপে আরও রয়েছে সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান।

বি গ্রুপের ম্যাচগুলো ভারতের কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা রয়েছে।

এর আগে ভারতে গিয়ে বাংলাদেশের খেলা নিয়ে সমস্যার সূত্রপাত হয় যখন, বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) তাদের আইপিএল ২০২৬ স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। এর কোনো সুনির্দিষ্ট কারণ জানানো না হলেও সংশ্লিষ্টদের মতে, সম্প্রতি দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছে, তার জেরেই এই সিদ্ধান্ত।

মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে এবং বিসিবি আইসিসিকে চিঠি পাঠিয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে অস্বীকৃতি জানায়।

সর্বাধিক পঠিত

এই শহরকে নিরাপদ শহর হিসেবে গড়ে তুলবো – ডা.শফিকুর রহমান

বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলের সম্ভাবনা নাকচ করলো আয়ারল্যান্ড

আপডেট হয়েছে : ০২:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

নিরাপত্তাজনিত কারণে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন পরিস্থিতিতে বিকল্প হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল বিসিবি। কিন্তু সে প্রস্তাব নাকচ করে দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)।

শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিসিবি প্রস্তাব দেয়, বাংলাদেশের গ্রুপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা এবং আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল করার। এরপরই নিজেদের অবস্থান স্পষ্ট করলো আয়ারল্যান্ড।

ক্রিকবাজকে আয়ারল্যান্ড ক্রিকেটের এক কর্মকর্তা জানান, নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে।

আমরা চূড়ান্ত নিশ্চয়তা পেয়েছি (আইসিসি থেকে) যে সূচিতে কোনো পরিবর্তন আসছে না বলেও জানান তিনি।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ ‘সি’-তে। এই গ্রুপে আরও রয়েছে সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান।

বি গ্রুপের ম্যাচগুলো ভারতের কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা রয়েছে।

এর আগে ভারতে গিয়ে বাংলাদেশের খেলা নিয়ে সমস্যার সূত্রপাত হয় যখন, বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) তাদের আইপিএল ২০২৬ স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। এর কোনো সুনির্দিষ্ট কারণ জানানো না হলেও সংশ্লিষ্টদের মতে, সম্প্রতি দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছে, তার জেরেই এই সিদ্ধান্ত।

মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে এবং বিসিবি আইসিসিকে চিঠি পাঠিয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে অস্বীকৃতি জানায়।