ঢাকা , বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকদের নিয়ে সাধারণ মানুষের আক্ষেপের কারণ জানালেন, শফিক রেহমান!

  • আপডেট হয়েছে : ০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • 24

প্রবীণ সম্পাদক ও লেখক শফিক রেহমান

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত গণমাধ্যম সম্মিলন-২৬-এ প্রবীণ সম্পাদক ও লেখক শফিক রেহমান বলেন রাজনৈতিক পক্ষ বদলের সংস্কৃতির কারণে সাংবাদিকদের দালাল বলা হয় ।

সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ যৌথভাবে এ সম্মিলনের আয়োজন করে।

শফিক রেহমান বলেন, আপনাদের যখন দালাল বলা হয়, আমার খুব দুঃখ লাগে। তবে বলবে না কেন? যারা কদিন আগে আওয়ামী লীগের পক্ষে ছিল, তারা এখন বিএনপির পক্ষে। এই এক অদ্ভুত ব্যাপার। এই এক ম্যাজিক। আর আপনি সে ম্যাজিকে পাল্লায় পড়েছেন। এই ম্যাজিকে আপনি পড়বেন না। এর মাধ্যমে আপনার সম্মান বাড়ছে না, বরং কমছে। নিজেকে সম্মানিত করতে হলে ইতিবাচক সব গুণ আয়ত্ত করার চেষ্টা করুন। আপনাদের সম্মানজনক অবস্থায় যেতে হবে। তা না হলে এদেশ টিকবে না। সে জন্য আমি মনে করি সাংবাদিকতা পেশার উন্নতির জন্য একটা নিউজ পেপার স্ট্যান্ডার্ড কমিটি করা উচিৎ। যেখানে সংবাদের স্টান্ডার্ড দেখা হবে।

তিনি বলেন, সাংবাদিকতার পাশাপাশি অন্য পেশাগত যোগ্যতা থাকলেই একজন সাংবাদিক সত্যিকার অর্থে স্বাধীনভাবে লিখতে ও বলতে পারার সক্ষমতা রাখেন।

উক্ত সম্মিলনে নোয়াব ও সম্পাদক পরিষদের সব সদস্য, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স, জাতীয় প্রেসক্লাব, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা এবং গণমাধ্যমের সম্পাদক-প্রকাশকেরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

এই শহরকে নিরাপদ শহর হিসেবে গড়ে তুলবো – ডা.শফিকুর রহমান

সাংবাদিকদের নিয়ে সাধারণ মানুষের আক্ষেপের কারণ জানালেন, শফিক রেহমান!

আপডেট হয়েছে : ০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত গণমাধ্যম সম্মিলন-২৬-এ প্রবীণ সম্পাদক ও লেখক শফিক রেহমান বলেন রাজনৈতিক পক্ষ বদলের সংস্কৃতির কারণে সাংবাদিকদের দালাল বলা হয় ।

সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ যৌথভাবে এ সম্মিলনের আয়োজন করে।

শফিক রেহমান বলেন, আপনাদের যখন দালাল বলা হয়, আমার খুব দুঃখ লাগে। তবে বলবে না কেন? যারা কদিন আগে আওয়ামী লীগের পক্ষে ছিল, তারা এখন বিএনপির পক্ষে। এই এক অদ্ভুত ব্যাপার। এই এক ম্যাজিক। আর আপনি সে ম্যাজিকে পাল্লায় পড়েছেন। এই ম্যাজিকে আপনি পড়বেন না। এর মাধ্যমে আপনার সম্মান বাড়ছে না, বরং কমছে। নিজেকে সম্মানিত করতে হলে ইতিবাচক সব গুণ আয়ত্ত করার চেষ্টা করুন। আপনাদের সম্মানজনক অবস্থায় যেতে হবে। তা না হলে এদেশ টিকবে না। সে জন্য আমি মনে করি সাংবাদিকতা পেশার উন্নতির জন্য একটা নিউজ পেপার স্ট্যান্ডার্ড কমিটি করা উচিৎ। যেখানে সংবাদের স্টান্ডার্ড দেখা হবে।

তিনি বলেন, সাংবাদিকতার পাশাপাশি অন্য পেশাগত যোগ্যতা থাকলেই একজন সাংবাদিক সত্যিকার অর্থে স্বাধীনভাবে লিখতে ও বলতে পারার সক্ষমতা রাখেন।

উক্ত সম্মিলনে নোয়াব ও সম্পাদক পরিষদের সব সদস্য, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স, জাতীয় প্রেসক্লাব, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা এবং গণমাধ্যমের সম্পাদক-প্রকাশকেরা উপস্থিত ছিলেন।