গত বৃহস্পতিবার বিকেলে কেক কেটে ও বেলুন উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করেন নগর পিতা ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, চট্টগ্রামকে বাণিজ্যিক, পরিকল্পিত নগরী ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে সিটি সরকার তৈরির কোনো বিকল্প নেই। আর এই কাজটি করতে চাই সবার সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফিনলে প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুফাখখারুল ইসলাম খসরু, সিনিয়র জিএম মোহাম্মদ আবদুল্লাহ নাসের, ফিনলে সাউথ সিটি শপ ওনার্স অ্যাসোসিয়েশনের দুই উপদেষ্টা ইঞ্জিনিয়ার মেজবাহ উর রহমান ও আব্দুল মাবুদ শমসের, সভাপতি মোহাম্মদ জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক আইয়ুব খান, উৎসব আয়োজন কমিটির আহ্বায়ক মাশফিকুর রহমান প্রমুখ। এ সময় শপিংমলের ব্যবসায়ী ও সংশ্লিষ্টরাও উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন নিশিথা বড়ুয়া।
প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ফিনলে সাউথ সিটি শপিংমলে শুরু হয়েছে তিনদিনের বর্ণাঢ্য উৎসব। ‘বর্ষপূর্তির এই আয়োজনে মলের বিভিন্ন আউটলেটে থাকছে বিশেষ ছাড় ও অফার। পাশাপাশি ক্রেতা ও দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে বিভিন্ন গেমস, লাইভ মিউজিকসহ নানা বিনোদনমূলক_আয়োজন।
নগরির বহদ্দারহাটে যাত্রা শুরুর পর থেকেই ফিনলে সাউথ সিটি শপিংমল ক্রেতাদের আস্থার জায়গা হিসেবে পরিচিতি পেয়েছে। দেশি-বিদেশি ব্র্যান্ডের সমাহার, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ, ক্যাশলেস শপিং সুবিধা, ইনস্ট্যান্ট ব্যাংকিং (এটিএম), সার্বক্ষণিক জেনারেটর ও নিরাপদ পরিবেশ-সব মিলিয়ে চট্টগ্রামবাসীর শপিং অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করেছে এই শপিংমল । পরিবার নিয়ে কেনাকাটা ও অবসর সময় কাটানোর একটি নির্ভরযোগ্য গন্তব্য হিসেবে ফিনলে সাউথ সিটি শপিংমল ইতোমধ্যেই নগরবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
স্টাফ রিপোর্টার
























